
মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের তিন বার চেয়ারম্যান নির্বাচিত , নাসিম কবির (৬৫) আর নেই। তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আ. ক. ম. মোজাম্মেল হক , সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সসম্পাদক মো.রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্হা , কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়া পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নাসিম কবির কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দে জন্মগ্রহণ করেন। তিনি উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন এবং জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে স্বর্ণ পদকপ্রাপ্ত। নাসিম কবির কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন। তিনি কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মুরাদ কবিরের বড় ভাই। বর্তমানে মুরাদ কবিরও অসুস্থ্য থাকায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।