
সোহানুর রহমান বাপ্পি, ক্রাইম রিপোর্টার
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায় পুলিশের সঙ্গে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে পরিচালিত এ অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
করিমগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম করিমগঞ্জ থানাধীন একটি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়, যাদের কাছ থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর সারনি ১৯(ক)/১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।