
মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে নারী পোষাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
শনিবার বিকেলে চান্দরা জোড়া পাম্প এলাকায় উত্তরপাড়া তাজউদ্দীনের বাসা ভাড়াবাড়ীতে থেকে ঘরের ভিতরে আড়ার সাথে ফাঁসি দেয়।
ওই নারী পোশাক শ্রমিক স্থানীয় ইকো টেক্সটাইলে ফিনিশিং সেকশনে কাজ করতেন। তিনি রংপুর জেলার তারাগঞ্জ থানা ছোট্ট হাজিপুর এলাকার মৃত আশরাফুলের স্ত্রী শিউলি আক্তার (৩৫)।
কালিয়াকৈর থানার (উপ-পরিদর্শক) আলাউদ্দিন জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত এর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে না।