
মো. ইমরান হোসেন ,
কালিয়াকৈর ( গাজীপুর ) প্রতিনিধি ।।
গাজীপুরের কালিয়াকৈরে চৈত্রের প্রচন্ড খড়তাপ ও গরমে পানি তৃ¯œায় ব্যাকুল হয়ে উঠে শ্রমজীবি মানুষ । মৌসুমী রসালো ও সু স্বাধু ফল তরমুজ বাজারে সরবরাহের কমতি নেই । কিন্তু তরমুজের বাজারে আগুন লেগেছে । সাধারণ ক্রেতারা কাঙ্খিত ফল কিনতে এসে তরমুজের দাম শুনে ফিরে যাচ্ছে । ব্যবসায়ীরা অতিরিক্ত দাম চাওয়ায় ইচ্ছা থাকা সত্বেও কিনতে পারছেনা ।
কালিয়াকৈর সহ কয়েকটি বাজার ঘুরে জানাযায় , গত বছরের তুলনাই চলতি মৌসুমে মাহে রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আসায় তরমুজের অতিরিক্ত দাম হাকাচ্ছে । দাম বেশী হওয়ার কারণে খুব কম ক্রেতাকে তরমুজ কিনতে দেখা গেছে । বাজারে বিভিন্ন জাতের তরমুজ রয়েছে । ছোট তরমুজের দাম ৩০০ থেকে ৩৫০ টাকা, মাঝারি ৪২০ থেকে ৪৬০ টাকা , বড় ৫০০ থেকে ৫৫০ টাকা দাম হাকাচ্ছে । বেশী দাম চাওয়ার কারণ জিজ্ঞাসাকালে তরমুজ ব্যবসায়ীরা জানান , মৌসুমের শুরু ও সরবরাহ কম থাকায় এখানে পৌছাতে খরচ বেশী , তাই তরমুজের দাম বেশী নিচ্ছি । ফলে ক্রেতা খুবই কম ।
কালিয়াকৈর বাসস্ট্যন্ড চত্তরে জনৈক ক্রেতা হাসান মিয়া জানান,ছোট তরমুজের দাম পছন্দ হয় ২০০ টাকা, ২৫০ টাকা দাম বলার পরেও দিচ্ছে না। বিক্রতা সর্বশেষ দাম বলেছেন ৩০০ টাকা।