মো. ইমরান হোসেন ,
কালিয়াকৈর ( গাজীপুর ) প্রতিনিধি ।।
গাজীপুরের কালিয়াকৈরে চৈত্রের প্রচন্ড খড়তাপ ও গরমে পানি তৃ¯œায় ব্যাকুল হয়ে উঠে শ্রমজীবি মানুষ । মৌসুমী রসালো ও সু স্বাধু ফল তরমুজ বাজারে সরবরাহের কমতি নেই । কিন্তু তরমুজের বাজারে আগুন লেগেছে । সাধারণ ক্রেতারা কাঙ্খিত ফল কিনতে এসে তরমুজের দাম শুনে ফিরে যাচ্ছে । ব্যবসায়ীরা অতিরিক্ত দাম চাওয়ায় ইচ্ছা থাকা সত্বেও কিনতে পারছেনা ।
কালিয়াকৈর সহ কয়েকটি বাজার ঘুরে জানাযায় , গত বছরের তুলনাই চলতি মৌসুমে মাহে রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আসায় তরমুজের অতিরিক্ত দাম হাকাচ্ছে । দাম বেশী হওয়ার কারণে খুব কম ক্রেতাকে তরমুজ কিনতে দেখা গেছে । বাজারে বিভিন্ন জাতের তরমুজ রয়েছে । ছোট তরমুজের দাম ৩০০ থেকে ৩৫০ টাকা, মাঝারি ৪২০ থেকে ৪৬০ টাকা , বড় ৫০০ থেকে ৫৫০ টাকা দাম হাকাচ্ছে । বেশী দাম চাওয়ার কারণ জিজ্ঞাসাকালে তরমুজ ব্যবসায়ীরা জানান , মৌসুমের শুরু ও সরবরাহ কম থাকায় এখানে পৌছাতে খরচ বেশী , তাই তরমুজের দাম বেশী নিচ্ছি । ফলে ক্রেতা খুবই কম ।
কালিয়াকৈর বাসস্ট্যন্ড চত্তরে জনৈক ক্রেতা হাসান মিয়া জানান,ছোট তরমুজের দাম পছন্দ হয় ২০০ টাকা, ২৫০ টাকা দাম বলার পরেও দিচ্ছে না। বিক্রতা সর্বশেষ দাম বলেছেন ৩০০ টাকা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮