
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকৃত ট্রাকভর্তি গরু ও মহিষসহ ৫ছিনতাইকারীকে আটক করেছে সালনা থানা হাইওয়ে পুলিশ। শুক্রবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকা থেকে ১৩টি গরু ও ২টি মহিষ ভর্তি ট্রাকসহ ৫ছিনতাইকারীকে আটক করে সালনা থানা হাইওয়ে পুলিশ।
সালনা থানা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঐদিন ভোর রাতে সালনা হাইওয়ে থানা পুলিশ বেতার যন্ত্র ও ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন যে, মহাসড়ক থেকে গরু ও মহিষ ভর্তি একটি ট্রাক ছিনতাই করে ট্রাকসহ ঢাকার দিকে পালিয়ে যাচ্ছে। গোপনে এ সংবাদ পেয়ে সালনা থানা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ আশরাফুল আলমসহ একদল পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ কনফিডেন্ট সিএনজি পাম্পের বিপরিত পাশে ঢাকাগামী লেনে চেকপোষ্ট বসিয়ে ১৩টি গরু ও ২টি মহিষ ভর্তি ট্রাকসহ ৫ ছিনতাইকারীকে আটক করে।
আটককৃত ছিনতাইকারীরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার পুর্বদরকাবিল গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র নুর মোহাম্মদ (৫৫) ও মেহের আলীর পুত্র আব্দুল্লাহ ১৮,কুষ্টিয়া জেলার , খাজানগর গ্রামের হাসেম মোল্লার পুত্র হাসান মোল্লা (৩৮), একই জেলার দৌলতপুর থানার ,ফিলিপনগর গ্রামের ট্রাক চালক আরিফুল ইসলাম (৪৫) ও কুষ্টিয়া জেলার,দৌলতপুর থানার মাইজদিয়া মুন্সিপাড়া গ্রামের জয়নাল মিয়ার পুত্র ট্রাকের হেলপাড় রাকিবুল হাসান (১৮)। এঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। তাদের গাজীপুর কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে। সালনা হাইওয়ে থানার ওসি মোঃ ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।