
মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে স্বেচ্ছাসেবী সংগঠন ভাউমান-টালাবহ সোনালী সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮জানুয়ারী) ভাউমান টালাবহ মডেল হাই স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম ফখরুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো.সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন ভাউমান-টালাবহ সোনালী সংঘের সভাপতি ডাঃ মো.নুরুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন কালিয়াকৈর বি.আর.ডি.বি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন। সঞ্চালনা করেন সোনালী সংঘের সদস্য মোহাম্মদ মুহসীন আলী মাষ্টার । বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ভাউমান-টালাবহ সোনালী সংঘের উপদেষ্টা মো.ইমরান হোসেন হান্নান, ভাউমান টালাবহ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো.হারেছ আলী, সংগঠনের যুগ্ম সম্পাদক মো.হাসেম সিকদার, সদস্য মো.লুৎফর রহমান মাস্টার প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় ভাউমান – টালাবহ এলাকায় প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল ও মডেল হাইস্কুলের শিক্ষার্থী সহ এলাকাবাসী অংশগ্রহণ করে। বিভিন্ন খেলাধুলার আইটেমের মধ্যে মোট ৭০ জন বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। খেলা পরিচালনার কমিটির মধ্যে ছিলেন মো. মারফত আলী, হাবিবুর রহমান, জয়নাল আবদীন, আবু তাহের, মোহাম্মদ আলী, মিজানুর রহমান, ইয়ারুফ হোসেন, মৌলভী মোফাজ্জল হোসেন,আলমগীর হোসেন।

























