
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সচেতন নাগরিক বৃন্দের উদ্যোগে এমপি হাবিবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান জগন্নাথপুর উপজেলাবাসীকে নিয়ে কটাক্ষ করে কথা বলায় তীব্র নিন্দা জানিয়ে তার বক্তব্য প্রত্যাহার সহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবিতে বৃহস্পতিবার স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীরের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, পৌর কাউন্সিলর কামাল হোসেন, আ.লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, যুবনেতা এম শামীম আহমদ প্রমূখ।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন, এমপি হাবিবুর রহমানকে ২৪ ঘন্টার মধ্যে জগন্নাথপুর উপজেলাবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।