
শওকত আলম, ককসবাজার:
কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও উত্তাল সমুদ্র সম্পর্কে সচেতন করতে ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে মাইকিং ও সরেজমিনে প্রচার কার্যক্রম চালানো হয়েছে।
সোমবার (৭ জুলাই) এই কার্যক্রমের নেতৃত্ব দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান জনাব আপেল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি। তিনি সৈকতের বিভিন্ন পয়েন্টে ট্যুরিস্টদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সমুদ্রে নামা থেকে বিরত থাকতে আহ্বান জানান।
এ সময় সৈকতে দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিউটির মনিটরিং ও তদারকি করেন তিনি।
ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৈরী আবহাওয়া এবং উত্তাল সাগরের কারণে পর্যটকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে সৈকতে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে চলমান সতর্কতা কার্যক্রম অব্যাহত থাকবে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা। তারা জানান, এমন সচেতনতামূলক কার্যক্রমে দুর্ঘটনা এড়ানো সম্ভব এবং ট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিত হয়