
কক্সবাজার অফিস,
কক্সবাজারের উখিয়ার মনখালীতে সাগরে মাছ ধরতে নেমে দুইজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটেছে ।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের প্রবাসী নজির হোসেনের ছেলে সায়েম বাবু ও নূর হোসেনের ছেলে হাবিবুল আবছার। তারা স্থানীয় উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, সকালে কয়েকজন বন্ধু মিলে শখের বশে সাগরে মাছ ধরতে যায় তারা। এ সময় ঢেউয়ের তোড়ে সায়েম ও আবছার তলিয়ে যায়। বেলা বারোটা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান পাওয়া যায়নি।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম এই তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়েছে।