প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৬:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৩:৩১ পি.এম
উখিয়ায় সাগরে মাছ ধরতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ

কক্সবাজার অফিস,
কক্সবাজারের উখিয়ার মনখালীতে সাগরে মাছ ধরতে নেমে দুইজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটেছে ।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের প্রবাসী নজির হোসেনের ছেলে সায়েম বাবু ও নূর হোসেনের ছেলে হাবিবুল আবছার। তারা স্থানীয় উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, সকালে কয়েকজন বন্ধু মিলে শখের বশে সাগরে মাছ ধরতে যায় তারা। এ সময় ঢেউয়ের তোড়ে সায়েম ও আবছার তলিয়ে যায়। বেলা বারোটা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান পাওয়া যায়নি।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম এই তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২