ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি-ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ-আইআইইআর-এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বি এড-১৪তম ব্যাচ-এম এড-১০ম ব্যাচ-এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স-৯ম ব্যাচ-ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বি এড এ ১২০ জন, এম এড এ ৫০ জন ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সে ৩৮ জন পরীক্ষার্থী মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন।
রোববার-২৮ জানুয়ারি-আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে মেধা তালিকার অন্তর্ভুক্তদের আগামী ২৯ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। এছাড়াও মেধা তালিকার ফলাফল ও যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd তে পাওয়া যাবে।
প্রসঙ্গত গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।