
মোঃ আসিফুজ্জামান আসিফ,
ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি ও স্থানীয় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় আশুলিয়া থানার এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত পুলিশ কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলামকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলার আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোমাইল বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ সন্ত্রাসীরা হঠাৎ করে এসআই মনিরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন ও উপস্থিত পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে
পরে আহত এসআই মনিরুল ইসলামকে দ্রুত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত থাকলেও চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার রাত ১১টার দিকে সাংবাদিকদের জানান,
“আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নিরাপত্তা জোরদার
হামলার ঘটনার পর গোমাইল বাংলাবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সরকারি কাজে বাধা প্রদান ও দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার ওপর এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

























