তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ও রেহানা মজিদ মহিলা কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস- চ্যান্সেলর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক আবদুল হাই সিদ্দিক স্বাক্ষরিত এ কমিটি গঠন করা হয়।কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক হোমনা উপজেলার রামকৃষ্ণপুর কলেজের সভাপতি নিযুক্ত হয়েছেন হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাড. আজিজুর রহমান মোল্লা এবং রেহানা মজিদ মহিলা কলেজের সভাপতি নিযুক্ত হয়েছেন হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মো. সাইফুল ইসলাম উজ্জ্বল।