মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
হাটহাজারী সরকারি কলেজ প্লাটুন পরিদর্শন ও নবাগত ক্যাডেট নির্বাচন কার্যক্রম সম্পন্ন।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট চট্টগ্রাম এর ১১ ব্যাটালিয়নের আওতাধীন হাটহাজারী সরকারি কলেজ প্লাটুন পরিদর্শন ও নবাগত ক্যাডেট নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রবিবার -২৭ অক্টোবর- সকালে উক্ত প্লাটুন পরিদর্শনে আসেন কর্ণফুলী রেজিমেন্ট ১১ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর মো. রফিকুল হাসান রাফি।
সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর মো. রফিকুল হাসান রাফি হাটহাজারী সরকারি কলেজের মূল ফটকে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান উক্ত কলেজের সদ্য পদোন্নতি পাওয়া সেকেন্ড লেফটেন্যান্ট -বিএনসিসিও- মো. আবু তালেব।
এরপর হাটহাজারী কলেজ প্লাটুনের ইনচার্জ সার্জেন্ট প্রতাপ চন্দ্রনাথ এর নেতৃত্বে একদল চৌকস ক্যাডেট ব্যাটালিয়ন এডজুটেন্টকে গার্ড অব অনার প্রদান করেন।
গার্ড অব অনার শেষে ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর মো. রফিকুল হাসান রাফি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি কলেজ অধ্যক্ষের সাথে নানাবিধ বিষয় নিয়ে আলাপ-আলোচনা করে।
এদিকে, সৌজন্য সাক্ষাৎ শেষে ব্যাটালিয়ন এডজুটেন্ট কলেজ প্লাটুন পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি উক্ত প্লাটুনে নতুন ক্যাডেট নির্বাচন তথা হাটহাজারী সরকারি কলেজ প্লাটুন- ফটিকছড়ি সরকারি কলেজ প্লাটুন, নাজিরহাট কলেজ প্লাটুন ও নানুপুর লায়লা কবির কলেজ প্লাটুনের নতুন ক্যাডেট নির্বাচন কার্যক্রম শুরু করেন।
এ সময় সদ্য পদোন্নতি পাওয়া লেফটেন্যান্ট -বিএনসিসিও- মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ চৌধুরী- সেকেন্ড লেফটেন্যান্ট -বিএনসিসিও- মো. আবু তালেব- ফটিকছড়ি সরকারি কলেজের পিইউও মো. রফিকুল ইসলাম ও সামরিক প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে- নতুন ক্যাডেট নির্বাচন কার্যক্রম সম্পন্ন করে ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর মো. রফিকুল হাসান রাফি নির্বাচিত ৪৬ জন ক্যাডেটকে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
সব শেষে হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদকে কর্ণফুলী রেজিমেন্ট এর পক্ষ থেকে ব্যাটালিয়ন এডজুটেন্ট মেজর মো. রফিকুল হাসান রাফি শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার দেন। এ সময় কলেজের অধ্যক্ষ ব্যাটালিয়ন এডজুটেন্টকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।