মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
কল্যাণমুখী সমাজ বিনির্মানে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দ্বীন-দরদী সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আগামী ৩০- ৩১ অক্টোবর বুধবার- বৃহস্পতিবার ও ০১ নভেম্বর শুক্রবার ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার -২৭ অক্টোবর- পৌরসভার মাদ্রাসা শপিং কমপ্লেক্সের ২য় তলায় সংস্থার প্রধান কার্যালয়ে বিকাল সাড়ে ৪টার দিকে হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।
সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন- ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন মুসলিম উম্মাহর আধ্যাত্মিক ও আর্থিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি প্রতিবছরের ন্যায় এবারও হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩০- ৩১ অক্টোবর ও ০১ নভেম্বর ৩দিনব্যাপী প্রতিদিন বেলা ২ টা থেকে বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আমীরে হেফাজত মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী- দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী’র মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী- অন্তবর্তী কালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ..ফ.ম.খালিদ হোসেন- শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক সহ আরো অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উলামায়ে কেরাম ও ইসলামি স্কলারগণ মাহফিলে উপস্থিত থেকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- মাওলানা মুফতী জসিম উদ্দিন- মাওলানা হাবিবুল হক বিন খালেদ- মাওলানা হাফেজ ওসমান, মাওলানা নিজাম সাইয়িদ, মাওলানা ইশতিয়াক সিদ্দিকী- মাওলানা জাহাঙ্গীর- মাওলানা আনিস- মাওলানা আবুল হাশেম প্রমূখ।