মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন এর কাউন্সিল অনু্ষ্টিত।
বৃহস্পতিবার -২৪ অক্টোবর- সন্ধার পর হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত আল জামিয়াতুল হামিদিয়া নাছেরুল ইসলাম মাদ্রাসায় মাওলানা আশরাফের সভাপতিত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা ফতেহপুর ইউনিয়ন শাখায় সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ সাইফুল্লাহক-সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দিন আখতারকে নির্বাচিত করে ৯১ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়।