মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বুধবার সোনারগাঁও থানায় আহতদের ভাবি জান্নাতুল ফেরসৌস রিমু বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জান্নাতুল ফেরসৌস রিমু বলেন- উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামের জসীমউদ্দিনের সাথে আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে শত্রুতার ও দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্বের জের ধরে একাধিকবার তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ইকবাল হোসেনের নেতৃত্বে আনোয়ার হোসেন- জুয়েল- ওসমান- মোখলেছুর রহমানসহ ২০-২৫ জনের একটি দল তাদের বাড়িতে গিয়ে হামলা করে তার দুই দেবরকে কুপিয়ে আহত করে।
সোনারগাঁও থানার পরিদর্শক -তদন্ত- মো. মহসিন বলেন- দুই ভাই আহত হওয়ার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। পুলিশ তদন্ত করে সঠিক প্রমাণ সাপেক্ষে মামলা গ্রহন করবে।