হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গরীব-অসহায় ও দুস্থ ৩’শ পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
মঙ্গলবার সকালে উপজেলার বজরা কঞ্চিবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্টিচিং ইন্টারন্যাশনাল হিউম্যানিটায়ার হুলপোরগানিসটি নেদারল্যান্ড -আইএইচএইচএন-‘র অর্থায়নে এসব ফুড প্যাক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির মাজেদুর রহমান সরকার- কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার-দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার কায়েস আহমেদ- শিক্ষা অফিসার তাশরিক ইনতিহাব সৈকত-এক্সিকিউটিভ সদস্য সুজন ইসলাম-কবি ও সাংবাদিক সাইফুল আকন্দ- সাংবাদিক সুদীপ্ত শামীম প্রমূখ।
প্রতিটি প্যাকেটে চাল- ডাল- তেল লবণ- চিনি- আলু- পিয়াজ- মুড়িসহ বেশ কয়েকটি উপকরণ দেওয়া হয়।