হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির- কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিজানুর রহমান- এসএওপিপি মো. সাদেক হোসেন- উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাহজাহান মিঞা প্রমূখ। পরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন অতিথিবৃন্দ। জানা গেছে- চলতি আমন মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও পনেরটি ইউনিয়নের ২ হাজার ৫৫০ জনকে ধান ও ১৬০ জনকে পেঁয়াজ বীজ এবং সার বিতরণ করা হবে।