মোঃ ফারুক মিয়া সিলেট।।
মঙ্গলবার সকাল থেকে অভিযানে নামেন ফুটপাত দখল মুক্ত করতে সিলেট সির্টি কর্পোরেশন । সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় এবং সর্তক করা হয় যাতে কেউ ফুটপাত দখল করে ব্যবসা না করে। সিলেটের রাজপথ দখল করে ব্যবসা নিয়ে জল অনেক ঘোলা হয়েছে। সাবেক দুই মেয়র আরিফুল হক চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচেষ্টায় নগরীর লালদিঘিরপার হকার্স মার্কেটে তাদের পুণর্বাসন করা হয়েছিল। লালদিঘিরপারে সুযোগ সুবিধা বৃদ্ধির পর সেখানেই বসতে শুরু করেছিলেন ভাসমান ব্যবসায়ীরা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আবারও সিলেটের রাজপথে হকারদের রাজত্ব শুরু হয়। ফুটপাত দখল করে আবারও ব্যবসা শুরু করেন।
সিলেট ক্বীনব্রিজের উত্তরপ্রান্ত থেকে শুরু করে বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা-আম্বরখানা- লামাবাজার- তালতলা রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ প্রায় সব রাস্তা এবং ফুটপাতই দখল করে পুরানো দিনের মতো ব্যবসা শুরু করেন তারা। পেঁয়াজ রসুন থেকে তরকারি- ফলমুল এবং কাপড়চোপড় ব্যবসায়ীসহ আরও নানা পণ্যের ভাসমান ব্যবসায়ীরা।
আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র আত্মগোপনে চলে যান, আবার পুলিশ প্রশাসনও কিছুদিন ছিল একেবারেই নিস্ক্রিয়। এমন অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। সিসিকসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের বরখাস্ত করে প্রশাসক নিয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, এনডিসি। এরপর ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নামেন সিসিক এবং আস্তে আস্তে সচল হতে থাকে সিসিকের নাগরিক সেবা কার্যক্রম।
তারই ধারবাহিকতায় সিলেট নগরীরকে হকার মুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়। হকারদের রাজপথ ছাড়তে হচ্ছে। তাদের যেতে হবে নির্ধারিত লালদিঘিরপার হকার্স মার্কেটে। মঙ্গলবার সিসিকের কঠোর অভিযান শুরু হয়। সিসিক অভিযান চালিয়ে হকার মুক্ত করতে আবারও সক্ষম হয়। হকারদেরকে আবারও বলা হয় তাদের পুর্নবাসনের স্থানে ফিরে যাওয়ার জন্য। এর ফলে আবারও স্বস্তিতে পথচারীরা এবং যানজট কিছুটা কমে এসেছে সিলেট নগরীতে।
তবে হকারদের দাবি তাদেরকে সঠিক ভাবে পুর্নবাসন করা হয় নি। হকারদের শেড বানিয়ে না দিলে লালদিঘীরপাড়ে ব্যবসা করা কঠিন সাধ্য। এছাড়াও ঝড় বৃষ্টি এবং প্রকড় রৌদ্রের কারণে তাদের ব্যবসা করা কঠিন হয়ে পড়ে। নিজস্ব কোন রাস্তাঘাট না থাকায় সেখানে ক্রেতা যেতে চান না বলেও জানান হকার নেতারা।
নগরবাসীরা বলেন ফুটপাত মুক্ত থাকলে যানজট কম হয় এবং হকার দেরকে সঠিক ভাবে পুর্নবাসন করলে তারা বাহিরে আসবে না। সে দিকেউ সিসিককে নজর দিতে হবে হকাররা যাতে তাদরে পরিবার নিয়ে চলতে পারে।