
মামুন মিঞা
সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর।।
ফরিদপুরের সালথায় আঃলীগ- নেতা হাবিবুর রহমান হামিদের সমর্থিত নুরআলম মেম্বর, গং এবং বি এনপি নেতা সাহিদ মাতুব্বর সমর্থিত, সজিব মাতব্বর গং দু-দলের মধ্যে পুর্ব শত্রুুতার জেরধরে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০জন।
এসময় ১০টি বসতঘর ভাংচুর করেছে সংঘর্ষকারীরা।
শুক্রবার -৩ জানুয়ারী- সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে দীর্ঘ সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়- পুর্বশত্রুতার জেরধরে শুক্রবার সকালে মাঝারদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ সমর্থকদের সাথে প্রতিপক্ষ হারুন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বাঁধে।
এসময় দু-দলের সমর্থকদের বাড়িতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে ৮-১০টি বসতঘর ভাংচুর ও লুটপাট করে। এঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে উজ্জল মাতুব্বর -২৫- সুজন মাতুব্বর -২৭- রাকিব মাতুব্বর -৩২- মেহেদী হাসান -২৮- ও সজীব মাতুব্বর -৩৬- কে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন- সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।