
নিজস্ব প্রতিনিধি।।
প্রতারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ।
অভিযুক্তর নাম আশিকুর রহমান বিপুল। বাবা সাইফুল ইসলাম ছিলেন কুমিল্লা জেলার লাকসামের বিএনপির একজন সক্রিয় নেতা। ২০০১ থেকে ২০১৮ পর্যন্ত বি এন পির প্রতিটি কর্মকাণ্ডে সরাসরি নেতৃত্ব দিতেন তিনি। এলাকায় জামায়াত বিএনপির সকল নাশকতায় তিনি নেতৃত্ব দিতেন বলে জানাযায়। তার নামে লাকসাম থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুর সহ একাধিক মামলা রয়েছে।
এদিকে আশিকুর রহমান বিপুল শিক্ষা জীবন থেকে টাকার পিছনে ছুটতে চলা। তাইতো ক্ষমতাসীন নেতাদের পিছুহাটা শুরু করেন। আস্তে আস্তে প্রসাশনের উচ্চতর কর্মকর্তাদের তাবেদারি করতে শুরু করেন। তাদের সাথে বিভিন্ন মূহুর্তের ছবি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়িয়ে নিজেকে বড় ক্ষমতা ধর দেখিয়ে বিভিন্ন অসহায় মানুষকে করছে সর্বশান্ত ও দেউলিয়া। সরকারি,বেসরকারি চাকুরী, বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রান্সফার করিয়ে দেওয়া সহ জমি দখল,টেন্ডার বাণিজ্য, পন্য খালাস করিয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। জানা যায় গত ৩ বছরে করেছে আলিশান বাড়ী, গাড়ি ও ফ্লাট । ঢাকার দক্ষিনখান এলাকায় জমি দখল করে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ফেসবুক প্রতারক। এমনকি নানা মানুষকে প্রশাসনে উচ্চপদস্থ আত্মীয়-স্বজন পরিচয় দিয়ে করেছে প্রতারণা।
২০২০ সালে ভাটারা থানার এক ব্যক্তিকে পুলিশে চাকুরী দেওয়ার কথা বলে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। চাকরি না হওয়ায় অভিযোগকারী টাকা চাইতে গেলে বিপুল তাকে নানা ভয় ভীতি ও হুমকি প্রদান করে। পরে তিনি ভাটারা থানায় একটি সাধারণ ডায়রী করেন।
এ বিষয়ে অভিযুক্ত বিপুলকে কয়েকবার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার ফোন ধরেননি।