
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামঃ সাতকানিয়ায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে কেওচিয়া ০৬নং ওয়ার্ডের মৃত আবদুল হকের ছেলে শহীদুল ইসলাম সাইমুনের বাসায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম’র পরিদর্শক মইনুদ্দীন ফয়সালের সহযোগিতায় সহকারী কমিশনার-ভূমি- ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার-৩০ জানুয়ারি- সকালে এ অভিযান চালানো হয়। এসময় বর্ণিত ব্যক্তির বাসা ও তার গোডাউন থেকে প্রায় ৯.৪ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা ৷ অভিযান চলাকালীন অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তির কেরানিহাটের ব্যবসা প্রতিষ্ঠান জাহানারা স্টোর এর ম্যানেজারকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১.৫০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
NSI এর সাতকানিয়ায় দায়িত্বরত কর্মকর্তার তথ্যের ভিত্তিতে, NSI কর্মকর্তার উপস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার -ভূমি- ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কর্মচারীবৃন্দ, আনসার, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
এ সময় বাজার ব্যবসায়ীদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করা হয় এবং পুনরায় ব্যবহারযোগ্য পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।