
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামঃ সাতকানিয়া উপজেলায় অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্প হওয়ার পর থেকেই উপজেলার সর্বস্তরের মানুষের স্বস্তির বাতাস বইছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতাসহ জনস্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন সেনাবাহিনী। অবৈধভাবে বালু উত্তোলনের সময় সাতকানিয়ায় NSI এর দায়িত্বরত কর্মকর্তার তথ্যের ভিত্তিতে NSI কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালিত করে ১জনকে আটক করে এবং বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন ও ২০০-২৫০ ফুট পাইপ জব্দ করা হয়।
শনিবার-২৫ জানুয়ারি- গভীর রাতে NSI কর্মকর্তার তথ্যের ভিত্তিতে সাতকানিয়ার অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত মেজর ফারহানের নেতৃত্বে ১০-১২ জনের ১টি টিম নিয়ে তাৎক্ষণিকভাবে এ অভিযান চালান। বাজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ভোরবাজার এলাকার সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালিত করে একজনকে আটক করেছে। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ২০০-২৫০ ফুট পাইপ জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি হলেন- বাজালিয়া ১নং ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ নজরুল ইসলাম। জানা যায়, আওয়ামী লীগের দোসররা খননযন্ত্র ব্যবহার করে- বিভিন্ন এলাকায় সিন্ডিকেট করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন- মাটি কাটা ও বিক্রি করছিল। বেশিরভাগ এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাবশালী মহলের যোগসাজশে এসব অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন হচ্ছে। যেকারনে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্থ ও অতিষ্ট হলেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
অভিযানের বিষয়ে জানতে শনিবার সন্ধ্যায় মেজর ফারহানকে কল করা হলেও কল রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযানের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়ায় দায়িত্বরত NSI কর্মকর্তা বলেন, সাতকানিয়ায় অপরাধ প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারী আছে।
গোয়েন্দা নজরদারি মাধ্যমে সেনাবাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়ে এলাকার সচেতন মানুষ বলেন, অভিযান পরিচালনায় সেনাবাহিনীর যথেষ্ট সুনাম আছে, আমরা আশা করি এমন অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ সকল কার্যক্রম বন্ধ হবে।