
রুবেল শেখ
পাবনা জেলা।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনায় শহীদ নিলয় ও জাহিদ এর বাসায় সম্মান জানাতে- তাদের বাসায় ছুটে যান প্রখ্যাত শ্রমিক নেতা- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিকদলে কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক- এ্যাডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আজ ৩০ই আগস্ট -শুক্রবার- কয়েক ঘন্টার জন্য পাবনা জেলা বিএনপি’র মিটিং এর উদ্দেশ্যে পাবনা তে আসলে- জুমার নামাজের পরেই- বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনে পাবনায় শহীদ নিলয় ও জাহিদ এর পরিবারকে সম্মান জানাতে ছুটে যান।
এসময় উপস্থিত শহীদের পরিবারকে আর্থিক সহোযোগিতা এবং সব সময় তাদের পাশে থাকায় আশ্বাস ব্যাক্ত করেন।
সেখানে থাকা শহীদের পরিবার ও উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন- শহীদ নিলয় ও জাহিদ সহ দেশের আপামর মুক্তি কামি শিক্ষার্থী এবং সাধারণ জনগণের জন্য-ই আজ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত এক নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রক্তের উপর শপথ নিয়ে- সকল ধরনের দুঃশাসনের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করবো- ইনশা-আল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্বার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন- পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ- এস এম সৈকত- মিনহাজ হোসেন- রাকিবুল ইসলাম সহ পাবনা জেলা বিএনপি- যুবদল,সেচ্ছাসেবকদল- ছাত্রদল- শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।