অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
পলাশ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ভূইয়া মিল্টন বলেছেন- একজন শ্রমিকের ওপর কোনো অন্যায়-অনিয়ম মেনে নেওয়া হবে না।
আওয়ামীলীগের সরকারের সময় ঘটে যাওয়া অন্যায় ও অনিয়মের বিচার করা হবে। শুক্রবার রাতে এশিয়ার সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভিআইপি গেস্ট -কনফারেন্স- রুমে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন- আওয়ামীলীগের শাসনামলে এই সার কারখানার অধিকাংশ শ্রমিক অনিরাপদ ছিল। শ্রমিকরা প্রতিনিয়ত আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর তান্ডবে আতঙ্কিত ছিল। ওইসব সন্ত্রাসী বাহিনীর সদস্যরা শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখি চাঁদাবাজি করতো। চাঁদার টাকা না পেলেই শ্রমিকদের ওপর নির্যাতন করে তান্ডব চালানো হতো। এমনকি আওয়ামী সন্ত্রাসীরা শ্রমিকদের মাসিক বেতনেরও অর্ধেক টাকা হাতিয়ে নিয়েছে বলে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। যেসব অন্যায়-নিয়মের বিষয়ে ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের কাছে অভিযোগও করা হয়েছে।
তিনি আরও বলেন- ড. আব্দুল মঈন খান এই পলাশ উপজেলাটিকে একটি ফুলের বাগানের মতো সাজিয়ে ছিল। যা আওয়ামী সন্ত্রাসীরা নষ্ট করে সন্ত্রাসের আঁকড়ায় পরিণত করে ছিল। আগামী দিন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ড. আব্দুল মঈন খানকে বিপুল ভোটে জয়ী করে এই পলাশকে পুনরায় ফুলের মতো করে সাজাতে হবে।
পলাশ উপজেলা শ্রমিকদলের সভাপতি আল-আমিন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলম মোল্লা- সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।