মোঃ রাকিবুল হাসান
শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের ঝিনাইগাতি উপজেলা শাখার এল.জি.ই.ডি বিভাগের পক্ষ থেকে আর.ই.আর.এম.পি -৩ মাঝে ফাস্ট এইড বক্স বিতরন করেছে। আজ সকাল ১০ ঘটিকায় এল.জি.ই.ডি প্রকৌশলী কার্যালয় থেকে অত্র উপজেলার ৭টি ইউনিয়নের আর.ই.আর.এম.পি -৩ এর আওতাধিন ৭০ জন কর্মীর জন্য ফাস্ট এইড বক্স প্রদান করা হয়। অফিস সূত্রে জানা যায় অত্র উপজেলার ৭ টি ইউনিয়নে এল.জি.ই.ডি শাখার আর.ই.আর.এম.পি -৩ আওতাধিন গ্রামিন অগ্র কাঠামো উন্নয়নে কর্মরত আছেন। গ্রামিন অবকাঠামো উন্নয়নের জন্য ছোট রাস্তা ঘাটের যাতায়াতের জন্য এল.জি.ই.ডি নির্মিত ক্ষতিগ্রস্থ রাস্তার মেরামত ও মাটি কাটার কাজে নিয়জিত আছে। উক্ত কাজে নিয়জিত ৭ টি ইউনিয়নের ৭০ জন কর্মির কাজ করতে গিয়ে কর্মিদের হাত পা কেটে গেলে বা অসুস্থ হয়ে পরলে প্রথমিক ভাবে যাতে চিকিৎসা নিতে পারে এই জন্য তাদেরকে ফাস্ট এইড বক্স প্রদান করা হয়। প্রতি ইউনিয়নে ১০ জন করে কর্মি রয়েছে। প্রতিটি দলের ১ জন সভাপতি ও সাধারন সম্পাদক রয়েছে। এই ফাস্ট এইড বক্স ৭০ জন কর্মীর পক্ষ থেকে প্রত্যাক দলের সভাপতি ও সাধারন সম্পাদকের মাঝে ১৪ টি ফাস্ট এইড বক্স দেওয়া হয়েছে। প্রত্যাক ইউনিয়নের ১০ জন কর্মীর পক্ষ থেকে দলের সভাপতি ও সম্পাদক এই ফাস্ট এইড বক্স গ্রহন করেন। প্রতিটি ফাস্ট এইড বক্সে রয়েছে প্রথমিক চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ঔষধ, অ্যান্টিসেপটিক ঔষধ, স্যালাইন, ব্যাথা নাশক ঔষধ সহ আনুসাঙ্গিক ঔষধ। উক্ত বক্স বিতরনের সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতি উপজেলা এল.জি.ই.ডির প্রকৌশলি শুভ বসাক, কমিউনিটি অর্গানাইজার মুরাদ হোসেন, সুপার ভাইজার নিয়ামুল, উপ-সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মো. আসাদউজ্জামান ও প্রমুখ। উক্ত ফাস্ট এইড বক্স প্রদান করা হয় উপজেলা এল.জি.ই.ডির অফিস কার্যালয় থেকে। এ ব্যাপারে ঝিনাইগাতি উপজেলার এল.জি.ই.ডির প্রকৌশলী শুভ বসাকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান এল.জি.ই.ডির আওতায় আর.ই.আর.এম.পি -৩ মাধ্যমে গ্রামিন উন্নয়নে রাস্তা মেরামতে গ্রাম অঞ্চলে কর্মীরা কর্মরত থাকে। তাই গ্রাম অঞ্চলের কর্মীদের কাজ করতে গিয়ে কোন কর্মী আহত হলে তাৎক্ষণিক ভাবে চিকিৎসার জন্য যে ঔষধ গুলি প্রয়োজন সেই সমস্ত ঔষধ উর্ধ্বতন কর্তৃপক্ষ ফাস্ট এইড বক্সে দিয়েছে। যাতে কর্মীরা অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে চিকিৎসা নিয়ে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে