
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টায় তিনি মুক্তি পান। শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে।
কারা সূত্রে জানা যায়, শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম -হাজতি নং-৬৬৩-২০- ২০১৪ সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন সুইডেন আসলাম। ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন শেখ আসলাম। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন শেখ আসলাম। শেখ আসলাম জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার মো.লুৎফর রহমান।