তৌফিকুর রহমান তাহের
শাল্লা প্রতিনিধি।।
কর্মদক্ষতা আর শ্রেনী কক্ষে সুদক্ষভাবে পাঠদানের অবদান রাখায় সুনামগঞ্জের শাল্লা উপজেলা কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক নিভারাণী দাস শাল্লা উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠপ্রধান শিক্ষক -মহিলা- নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপলক্ষে শাল্লা উপজেলা শ্রেষ্ঠপ্রধান শিক্ষক-মহিলা- নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে তিনি শ্রেষ্ঠপ্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।তিনি বলেন-আমি ০৩-০৬-২০০৩ সনে আংগারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম যোগদান -শাল্লা সুনামগঞ্জ- করি। পরে একই উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেই ২৭-০৬-২০১৮ইংতারিখ।আমার ব্যাক্তিগত জীবনে আমি দু’সন্তানের জননী- আমার স্বামী অসিত বরণ দাস ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক।
উপজেলা প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠপধান শিক্ষক নিভারানী দাস এর শিক্ষাগত যোগ্যতা- শিক্ষকতার অভিজ্ঞতা- বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা- সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা- সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা- শৃঙ্খলাবোধ- সময়ানুবর্তিতা-বিভিন্ন বিষয় বিবেচনা করে তাঁকে শ্রেষ্ঠপ্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত করেন।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে নিভারাণী দাস বলেন- উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠপ্রধান শিক্ষক নির্বাচিত হওয়ারএ অর্জন আমার একার নয়। এ অর্জন কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সকলের।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠপ্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অনেক ভালো লাগছে। আমি সব সময়ই চেয়েছি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করতে। কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েে শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধিতে আমি সব সময়ই ইতিবাচক ছিলাম এবং থাকবো। শ্রেষ্ঠ এই শিক্ষকা নিভারাণী দাস ছোটবেলা থেকেই সমসাময়িক প্রবন্ধ,গল্প,গান,কবিতা লেখালিখির পাশাপাশি ভাল সুনাম অর্জন করেন। শিক্ষক সুলভ আচরণের জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক- বিদ্যালয় পরিচালনা পর্ষদ- অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে প্রিয় ও একজন আর্দশ শিক্ষক হিসাবে স্থান করে নিয়েছেন।
কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এটা আমার বিদ্যালয়ের গর্ব। বিদ্যালয়ের সকল কাজে তার আগ্রহ- উদ্দীপনা- দায়িত্ববোধ আমাদেরকে মুগ্ধ করে। শিক্ষার্থীদের কাছে তিনি খুব জনপ্রিয়। যাচাই বাছাই কমিটিকে ধন্যবাদ জানাই সঠিক শিক্ষক নির্বাচনের জন্য।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের প্রতি- আমাকে যোগ্য হিসেবে মনে করায়। ধন্যবাদ জানাই আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীদের যারা আমার বিভিন্ন কাজে সহায়তা করেছেন এবং ক্লাস্টারের প্রধান শিক্ষকদের যারা আমাকে নির্বাচন করে অনুপ্রেরণা দিয়ে চলেছেন।পরবর্তীধাপের জন্য সকলের আশীর্বাদ কামনা করি।
আমার এ সফলতায় বিদ্যালয়ের শিক্ষার্থী- অভিভাবক- সহকর্মী- কর্মকর্তা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।