মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে আ.লীগ নেতা নুর আলম ওরফে নূরু টেইলার হত্যা মামলার প্রধান আসামী মোঃ খোকন হোসেনকে বিদেশ পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাত সাড়ে দশটায় বিমানবন্দরে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জের আওয়ামী লীগ নেতা নুর আলম ওরফে নুরু টেইলারকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে আজ বুধবার সকালে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা করেন।
মামলায় আনোয়ার হোসেন নিকু ও ধামা কালুর ভাই খোকন হোসেনসহ দুইজনের নাম উল্লেখ করে আরও ১৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়ছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. এমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মামলার প্রধান আসামি ও মূল অভিযুক্ত খোকন হোসেন বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. এমদাদুল হক বলেন, নুর আলম হত্যাকাণ্ডের ঘটনায় ১৫জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি খোকনকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
নুর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি টেইলারের কাজ করতেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে নুর আলম আত্মগোপনে ছিলেন।
অভিযোগ পাওয়া গেছে- গত রোববার রাত ৯টার দিকে আনোয়ার হোসেন নিকু ও দামা কালুর ভাই খোকনসহ ১৫-২০জনের এক সন্ত্রাসী নুর আলমের বাড়িতে হামলা চালায়।
এক পর্যায়ে নুর আলম পুকুরে পড়ে যান। পুকুর থেকে তুলে আবারও পিটিয়ে গুরুতর আহত করা হয় তাকে। এ সময় বাধা দিতে গেলে স্ত্রী-সন্তানকেও পিটিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় নুর আলমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।