মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
গত কয়েকদিনের টানা বর্ষনে লক্ষ্মীপুরের জন জীবনে স্থবিরতা দেখা দিয়েছে। মানুষ জন হাত পা গুটিয়ে ঘরে বসে আছে। হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। বীজতলা ও সবজি ক্ষেত পানির নীচে তলিয়ে গেছে। শত শত মাছের প্রজেক্ট পানিতে ভেসে গেছে। শত শত গাছপালা উপড়ে পড়ে গেছে। রামগঞ্জের ভোলাকোট ইউনিয়ন সহ জেলার অধিকাংশ এলাকার বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিন্ম ও মধ্য আয়ের মানুষেরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।
রামগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু বক্কর আরিফ জানান,রামগঞ্জে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আরও দুই চারদিন ছাড়া বলা যাবে না।তবে মানুষের বিশাল পরিমান ক্ষতি হয়ে গেছে । তিনি জানান আমার নিজের দুটি মাছের ঘের তলিয়ে গেছে। অনেকের বাড়ি ঘর পানিতে নিমজ্জিত। হাজার হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। বিশেষ করে লক্ষ্মীপুরের দিন মজুর সম্প্রদায় অনাহারে দিন কাটছে। এই মহুর্তে সরকারি সাহায্যের বেশি প্রয়োজন হয়ে পড়েছে। এখনো টানা বর্ষন অব্যাহত রয়েছে। মানুষের দুঃখ দুদর্শা চরম আকার ধারন করেছে। নীচু এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।