মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
দীর্ঘ বন্যা ও টানা বৃষ্টির কারনে লক্ষ্মীপুরে ১লাখ ৫৭ হাজার ২০৯ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ক্ষয়ক্ষতি হয়েছে ২২৭ কোটির৬৫ লাখ টাকা।কৃষকরা যখন হাতে হুতাশ করে চোখে অন্ধকার দেখছিল ঠিক সেই সময়ে বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনের অংশ হিসেবে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার বিকেলে সদর উপজেলার বেড়িবাঁধ এলাকার বকুল তোলা নামক স্থানে উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেন সেনাবাহিনীর ১৭ ফিল্ড আর্টিলারি সদস্যরা।
এসময উপস্থিত ছিলেন- মেজর জিয়া উদ্দিন আহমদ, ক্যাপ্টেন শাহ মোহতাসিম রহমান ও সদর উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ যে এবছরের বন্যায় লক্ষ্মীপুরের ৯০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। প্রায় ১০ লাখ লোক পানি বন্দী হয়ে পড়েছিল। পানি এখনো নামেনি তবে কিছু কমেছে।