
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুযায়ী জনবল কাঠামো ও নিয়োগ, পদায়ন, পদোন্নতি, শূন্যপদ ও চলতি দায়িত্বে নিয়োগের দাবিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। গতকাল ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে । রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে আয়োজিত কর্মবিরতিতে অংশ নেয় রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল হাসান, কার্যসহকারী আশরাফ সিদ্দিকী, অফিস সহায়ক শারমীন খাতুন।
কর্মসূচিতে পিআইও অফিসার আরিফুল হাসান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত এ কর্মসূচি আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত চলবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জেলা, উপজেলা ও অধিদপ্তরের শূন্যপদে পদোন্নতি ও নিয়োগসমূহ দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ২০১২ এর আওতায় জনবল কাঠামো তৈরির দাবি জানিয়ে একটানা তিন দিনের এ কর্ম বিরতী কর্মসূচি পালন করা হবে । নির্ধারিত ৫দফা দাবি না মানায় তারা সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।