
লাখো নবীপ্রেমী জনতার উচ্ছ্বাসমুখর অংশগ্রহণে রূপগঞ্জে প্রতি বছরের ন্যায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) জশনে জুলুস।
রবিবার (৯-অক্টোবর)সকালে জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা)র্যালীটি রূপগঞ্জ উপজেলা থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে কায়েতপাড়া গিয়ে শেষ হয়।
র্যালীটিতে গাড়িযোগে ও পায়ে হেঁটে অংশগ্রহণ করেন প্রায় সহস্রাধিক নবী প্রিয় মুসলিম জনতা।
পরে রূপগঞ্জের ইছাখালী এলাকায় প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)এর জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুস পবিত্র ঈদে মিলাদুন্নবী আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৈয়্যেবিয়া তাহেরিয়া মোনায়েমিয়া জামে মসজিদের সভাপতি তৈয়্যেবুর রহমান রাসেল।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরি এন্টার প্রাইজের সত্বাধিকারী জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ডা.লুৎফর রহমান, মাওলানা ইদ্রিস হোসাইন আল কাদেরী, মাওলানা আনোয়ার হোসেন চাঁদপুরী, গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক হাফেজ রেফাজ উদ্দিন প্রমুখসহ আশেকে রাসূল (সাঃ) এর উম্মত প্রেমীরা।###