মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুইয়ার সঙ্গে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় ভোলানাথপুর- কাদিরাটেক- ইছাপুরা এলাকার প্রায় সহস্রাধিক স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। গতকাল ১৪ জুলাই রবিবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুইয়া।
সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুইয়া- রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মশিউর রহমান তারেক- রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মাছুম চৌধুরী অপু- ১নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন- যুবলীগ নেতা লিটন- বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন- মোন্তাজ উদ্দিন- আওয়ামীলীগ নেতা হাজী আমজাদ হোসেন- আব্দুুল মতিন- রূপগঞ্জ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আব্দুল আজিজ- সাধারণ সম্পাদক আরিফ খাঁন জয়- ব্যবসায়ী ছালাউদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে ছালাউদ্দিন ভুইয়াকে আমরা আবারও নির্বাচিত করব। ছালাউদ্দিন চেয়ারম্যানকে আমরা সবসময় পাশে পেয়েছি। এ রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ছালাউদ্দিন ভাই যোগ্য চেয়ারম্যান। ছালাউদ্দিন চেয়ারম্যানকে ছাড়া আমরা অন্য কাউকে চিনিনা। আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা আবারো ছালাউদ্দিন চেয়ারম্যানকে নির্বাচিত করব।
মতবিনিময় সভায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুইয়া বলেন- আজকে এ মতবিনিময় সভায় আপনাদের উপস্থিতিতে বুঝা গেছে ভালোবাসার কাছে টাকা পয়সা মুল্যহীন। আপনারা আমাকে ভালোবাসেন। টাকাকে নয়। মানুষ আমাকে টাকার জন্য ভালোবাসেনা। মানুষ আমাকে ভালোবাসেন আমার কর্মের কারনে। আমি বিগত ৫ বছর আপনাদেরকে সেবা দিয়েছি। যদি আপনারা মনে করেন আমি আপনাদের সেবা ভালো দিয়েছি তাহলেই আপনারা আমাকে ভোট দিবেন।