এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে দরিদ্র অসহায় ও দুস্থ পাঁচ শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে দরিদ্র অসহায় ও দুস্থ পাঁচ শ’ পরিবারের লোকজনকে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেন ২০৩ ব্রিগেডের খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ মাহি। এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান, ব্রিগেড মেজর বিএম মোঃ ইমরোজ মুনীরসহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি বলেন, পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও শান্তি সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোজার মাঝে আমাদের আশেপাশে যে সব গরীব অসহায় দুঃস্থ মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য ছোট্ট এ উদ্যোগ গ্রহন করেছি। রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনসহ প্রত্যন্ত এলাকার মানুষের জন্য রিজিয়নের সামর্থ অনুযায়ী এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পবিত্র মাহে রমজান শুরুর আগেই ইফতার সামগ্রী পেয়ে খুশী দরিদ্র অসহায় পরিবারগুলো। তারা এ সহযোগীতার জন্য রিজিয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।