নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান’র নির্দেশনায় ত্রাণ বিতরণ করেছেন রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপি।
রবিবার ২৫ আগষ্ট দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন’র কাটির মাথা নতুন বাজার এলাকায় পাঁচ শত বন্যা দূর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
ওই ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
এসময় আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ- সহ সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক শেখ আবদুল্লাহ, কোষাধ্যক্ষ ফরিদুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, যুবদলের আহবায়ক রবিউল হাসান পারভেজ- সদস্য সচিব আবদুল্লাহ ভুট্টোসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে দলমত নির্বিশেষে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।