মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামে অবস্থিত লামনগর সমবায় সমিতির অফিসে ১০জুন সোমবার দিবাগত রাতে এক দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
এ সময় চোরের দল সার্টার ভেঙে অফিসে প্রবেশ করে দুটি আলমারি- একটি ওয়াড্রপ ও একটি ,টেবিলের ৩টি ড্রয়ার ভেঙে নগদ ৫ লক্ষ টাকা জরুরী কাগজ পত্র গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চুরি করে নিয়ে যায়। সমিতির সভাপতি মোঃ মনির হোসেন জসী জানান প্রতিদিনের মতো সমিতির কর্মকর্তা- কর্মচারীরা দৈনন্দিন কাজ কর্ম শেষ করে গ্লাসের দরজা ও বাহিরের সাটারে তালা দিয়ে বাড়ি চলে যায়। ফজরের নামাজের মুসল্লীরা নামাজ পড়তে যাওয়ার সময় দেখে সমিতির অফিসের তালা ও সাটার ভাঙ্গা। সাথে সাথে তারা আমাকে ফোন দিলে আমি দ্রুত অফিসে এসে দেখি দুটি আলমারি ওয়াড্রপ- ও টেবিলের ড্রয়ার গুলো ভাঙ্গা। এবং সমিতির বিভিন্ন কাগজ পত্র মেঝেতে পরে আছে। অফিসে রক্ষিত ৫ লাখ টাকা ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র গুলো নিয়ে গেছে। তিনি জানান আমাদেরকে বিপদে ফেলার জন্যই শত্রুতামি মূলকভাবে চোরেরা এ কাজ করেছে। সমিতির উপদেষ্টা চাটখিল উপজেলা সমবায় অফিসার মোঃ মনির হোসেন রনি জানান এটি একটি সরকারি রেজিস্ট্রার ভুক্ত সমিতি যার রেজিষ্ট্রেশন নম্বর -৯৬ লক্ষ্মী-
আমি সমিতির সভাপতি ও ম্যানেজারকে বলেছি থানায় ডায়রি করার জন্য। এ রির্পোট লেখা থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল।