মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ায় ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাজাপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ নাজমুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন- বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব এড. আনিসুর রহমান খান। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পান্নু- সাজু- সেলিম প্রমুখ।
এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জাকির মোল্লা- আনোয়ার পাশা নিপু- আসাদুজ্জামান পনির- ওমর ফারুক সুমন- খান মোঃ আঃ কুদ্দুস- মোঃ মনির হোসেন- মোঃ আবুল হাসান- শাহ হাসনাত সবুর- জাবির আল রাসেলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।