
রাজধানীর শ্যামপুর থেকে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সহিদ (৫৫) বলে জানা যায়। তিনি বিদেশে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে মানব পাচার করত।
শুক্রবার রাতে রাজধানীর দোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ।
মামলা সুত্রে জানা যায়,মীরহাজিরবাগ এলাকা থেকে ২০ বছর বয়সী এক যুবতীকে দুবাই’র এক রেষ্টুরেন্টে মোটা অংকের বেতনে চাকুরী দেয়ার কথা বলে পাচার করে গ্রেফতারকৃত সহিদ।
দুবাই বিমান বন্দরে যাওয়ার পর পাচারকারী চক্রের অন্য এক সদস্য মহিলা তাকে রিসিভ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে আটকে রেখে তাকে দিয়ে জোরপূর্বক যৌন কাজে নিয়োজিত করে। এভাবে তাকে ১০দিন যাবৎ জোরপূর্বক যৌনকাজে ব্যবহার করে।
সুযোগ পেয়ে মেয়েটি পালিয়ে দুবাইয়ের এক প্রবাসী লোকের মাধ্যমে তার মায়ের সাথে যোগাযোগ করে।
এ সংবাদ পেয়ে মেয়েটির মা পাচারকারী সহিদকে একাধিকবার মোবাইল ফোন সহ যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মেয়েটি দুবাইয়ে থাকা তার আত্মীয় স্বজনের সহযোগীতায় উদ্ধার হয়ে গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে আসে । দেশে ফিরে পরিবারের সহযোগিতায় সহিদ ও আখির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে মেয়েটি শ্যামপুর থানায় মামলা করেন।
মামলার ঘটনায় পুলিশ শুক্রবার রাতে তাকে দোলাইপাড় এলাকা থেকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন মিয়া বলেন,গ্রেফতারকৃত সহিদকে শনিবার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।