মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বিল্ডিংয়ের কেয়ারটেকার কে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শনিবার -৩ আগষ্ট- দুপুরে গ্রেপ্তার আসামিকে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে পাঠানো হয়।
এর আগে- শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার নবীনগর ডিওএইচএসের একটি ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক -এসআই- মো. মোস্তফা কামাল।
গ্রেপ্তার খলিলুর রহমান -৫২- বরগুনা জেলার তালতলী থানার তালতলী কলাবাগান সড়কের মৃত তাহের উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি আশুলিয়ার নবীনগর ডিওএইচএস এর একটি ভবনের নিচতলায় বসবাস করে একই ভবনে কেয়ারটেকার পদে চাকুরী করতেন।
শিশুটির বাবা মো. লুৎফর রহমান জানান- তার মেয়ে -১০- সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাসার জন্য বালি তুলতে নিচে নামেন। পরে বাজার করতে যাওয়ার পথে বাবার সঙ্গে মেয়ের দেখা হলে তিনি তার মেয়েকে নিচে আশার কারণ জানতে চান।
উত্তরে মেয়েটি বলেন- তার মা তাকে নিচতলা থেকে বালি নিতে বলেছেন। লুৎফর রহমান মেয়ের এ কথা শুনে বালি নিয়ে তাকে দ্রুত তাদের ফ্ল্যাটে ফিরে যেতে বলেন। আধাঘণ্টা পর বাজার থেকে ফিরে এসে মেয়েকে না দেখতে পেয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। মেয়েকে খুঁজতে বের হয়ে তিনি তার মেয়েকে কান্নারত অবস্থায় সিঁড়িতে দেখতে পান।
কান্নার কারণ জিজ্ঞাসা করলে তার মেয়ে বলেন, ৯ তলায় ফ্ল্যাটে উঠার পথে তার বিল্ডিংয়ের কেয়ারটেকার খলিলুর রহমান তাকে জোরপূর্বক লিফট থেকে নামিয়ে ৪র্থ তলার খালি ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক -এসআই- মো: মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় অভিযুক্ত খলিলুর রহমানকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।