নিজস্ব প্রতিবেদক।।
যাত্রাবাড়ী কোনাপাড়া ইসলামিয়া টেলিকমের মালিক গোলাম কিবরিয়ার পিতা- মোঃ আমজাদ শেখ -৮০- মারা গেছেন -ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন-। শুক্রবার-২২ নভেম্বর- ৩: ৩০ মিনিটের সময় নিজ বাসায় তিনি মারা যান। মাগুরা জেলার মোহাম্মদপুর থানা ওমেদপুর গ্রামে নিজ বাসায় শুক্রবার বিকেল ৩:৩০ মিনিটের সময় স্ট্রোক করেন- মোঃ আমজাদ শেখ- তার স্ত্রী সাত ছেলে ও দুই মেয়ে নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নিজ গ্রামে শনিবার -২৩ নভেম্বর- সকাল ১০ ঘটিটার সময় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।