মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর-মুজিবনগর সড়কের নতুনগ্রাম নামক স্থানে মঙ্গল সকালে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়। এরা হচ্ছে- মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে আনছার সদস্য রাহিদুল ইসলাম (২৩) ও আজমত শেখের ছেলে কলেজ ছাত্র বিজন হোসেন (২০)। পুলিশের ধারণা, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, রাহিদুল যশোর জেলা আনসার কার্যালয়ে কর্মরত। তার ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে যাবার জন্য সোমবার রাতে চুয়াডাঙ্গা রেল স্টেশনের উদ্দেশ্যে কলেজছাত্র বিজনের সাথে মোটরসাইকেল যোগে বের হয়। পরে তাদের সাথে আর যোগাযোগ হয়নি। মঙ্গলবার সকালে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে সংবাদ দেয়।
স্থানীয়রা জানান, ফজর নামাজ শেষে সকালে হাটতে যাওয়া লোকজন নতুনগ্রামের একটি বাশঝাড়ের পাশে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল দেখতে পায়। সেখান থেকে বেশ কিছুদুরে দু’টি মরদেহ দেখতে পেয়ে থানা ও ফায়ার সাভিসে খবর দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আজমল হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিস ও পুলিশের টীম মরদেহ দুটি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দ্রæতগতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় তাদের মৃত্যু ঘটেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।