
সাব্বির হাসান স্টাফ রিপোর্টার।।
গত কাল -শুক্রবার- ৬ ডিসেম্বর- মনিরামপুর উপজেলা স্পোর্টস অডিটোরিয়ামে প্রথমবারের মতো আয়োজিত হলো -মনিরামপুর উপজেলা ইথনোস্পোর্ট প্রতিযোগিতা ২০২৪”। ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা উপজেলাবাসীর জন্য এক নতুন মাত্রা যোগ হয়েছে।
প্রতিযোগিতায় মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১০০ জন কেয়ারাতি প্রতিযোগী অংশগ্রহণ করেন।তারা ইথনোস্পোর্টে খেলার বিভিন্ন ডিসিপ্লিনে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। উল্লেখযোগ্য খেলাগুলোর মধ্যে ছিল ম্যাস-রেসলিং- তোগুজকুমালাক- মানগালা এবং অন্যান্য ইথনোস্পোর্টে খেলা- যা দর্শকদের মন জয় করে নেয়।
প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ম্যাস-রেসলিং ফেডারেশন -রাশিয়া- এবং ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট কনফেডারেশন -তুরস্ক-এর বাংলাদেশ প্রতিনিধি- ওয়ার্ল্ড তোগুজকুমালাক ফেডারেশন -কাজাকিস্তান -এর সহ-সভাপতি এবং ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুন।
প্রথম স্থান অধিকার করেন -কেরাতি- পেলেয়ার মেহেদী হাসান- দ্বিতীয় স্থান অধিকার করেন -জিম- পেলেয়ার আল আমিন- এবং তৃতীয় স্থান অধিকার করেন -কেরাতি- পেলেয়ার হুসাইন-
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আল মামুন বলেন- ইথনোস্পোর্টকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মনিরামপুরের প্রতিযোগিতাটি এরই একটি সফল উদাহরণ- এছাড়াও ইথনোস্পোর্ট খেলা যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করবে বলে আমি মনে করি।
প্রতিযোগিতা পরিচালনা করেন ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ এসোসিয়েশনের যশোর জেলার প্রধান প্রশিক্ষক সবার সুপরিচিত মোহাম্মদ হায়দার আলী।
উপজেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক দর্শক এই প্রতিযোগিতা উপভোগ করতে আসেন। পুরো অনুষ্ঠানজুড়ে দর্শকদের মধ্যে ছিল আনন্দ উৎফুল্ল।