
স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলার ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান, ১৯৯৬ সালের জাতীয় সংসদ উপ-নির্বাচনে ভোলা সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার ২৬ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
১১-১০-২২ তারিখ রোজ সোমবার বেলা দশ ঘটিকায় সময় বাংলাদেশ আওয়ামী লীগ, ভোলা জেলা শাখা আয়োজন আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী,ভোলা -১ আসনের সংসদ সদস্য, তোফায়েল আহমেদ ।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু,সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস সহ আওয়ামী লীগের ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।