মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
ভিন্ন এবং মানবিক আয়োজন এর মধ্য দিয়ে উদযাপিত হলো বিশিষ্ট সাংবাদিক- মানবাধিকার কর্মী- সমাজসেবক- ব্যাংকার এবং মানবিক সংগঠক এম এ আহমেদ আরমান এর মেহেদী সন্ধ্যা ও শুভ বিবাহের আনুষ্ঠানিক কার্যক্রম।
গত ২৯ই আগষ্ট ২৪ইং বৃহস্পতিবার মেহেদী সন্ধ্যায় বাদে মাগরীব থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্য দিয়ে গায়ে হলুদ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ কর্মসূচি স্বপ্নদ্রষ্টা ফাউন্ডেশন এর আয়োজনে এবং হাটহাজারী ব্লাড ব্যাংক এর সহযোগিতায় প্রায় তিন শতাধিক ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মেহেদী সন্ধ্যায় এমন ভিন্ন আয়োজন ও মানবিক কার্যক্রম দেখে এলাকাবাসীরা বলেন, একটা রক্তের গ্রুপ নির্ণয় করতে আমাদের যেতে হয় সরকারহাট কিংবা হাটহাজারী, যাতায়াত ভাড়া লাগে ১০০ টাকা আর গ্রুপ নির্ণয় পরীক্ষা করতে লাগে ১৫০ টাকা। সাথে সময় তো আছেই। এমন একটা অনুষ্ঠানে মানবিক এ আয়োজন এর মধ্য দিয়ে আহমেদ আরমানের মানুষের সেবা করার যে অদম্য ইচ্ছা তা প্রতিটি মানুষের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে ফুটে উঠলে দেশ অনেক এগিয়ে যাবে।