মোঃ বাহার মিয়া
ভালুকা উপজেলা প্রতিনিধি।।
ভালুকায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইলিয়াস কাঞ্চনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু।
এসময় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত একটি ডকোমেন্টারী প্রদর্শণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান।
অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শওকত আলী, উপজেলা মৎস কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, ভালুকা সরকারী কলেজের উপাদক্ষ মো. কামরুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, অগ্রনী ব্যাংক ভালুকা শাখার ব্যাবস্থাপক মো. জাকির হোসেন, কৃষি ব্যাংক ভালুকা শাখার সহকারী ব্যাবস্থাপক কাজী আলম প্রমুখ।