মোঃ আল আমিন মল্লিক
বেতাগী উপজেলা প্রতিনিধি।।
বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিহাট মাধ্যমিক বিদ্যালয় এর সকল মুসলিম শিক্ষক শিক্ষিকা- কর্মচারী কর্মকর্তা -ছাত্র-ছাত্রীদের নামাজ বাধ্যতামূলক পড়ার নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল দশটায় অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব সেলিম আহমেদ আ্যসেম্বলি অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে উক্ত ঘোষণা দেন।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সেলিম আহমদ সাংবদিক দের জানান স্কুলের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের নামাজ বাধ্যতামূলক করা হলো। নামাজের সময় তাদের নির্দিষ্ট টাইমে ছেড়ে দেওয়া হবে। মেয়েদের জন্য রয়েছে অত্র বিদ্যালয়ের নামাজের কক্ষ সেই কক্ষে একসাথে একশত ছাত্রী জামাতের সহীহ্ নামাজ আদায় করতে পারবে। সকল ছাত্র ও শিক্ষকগণ বাজার মসজিদের জামায়াতে সহীহ্ নামাজ আদায় করবে।
সকল ছাত্রীদেরকে নিয়ে শিক্ষিকেরা নির্দিষ্ট কক্ষে গিয়ে জামায়াতে সহীহ্ নামাজ আদায় করবেন। মেয়েদের জন্য বিদ্যালয়ে রয়েছে ওযু করার স্থান। এবং সকল মুসলিম ছাত্রদের নিয়ে মসজিদে জামায়াতে সহীহ্ নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন। তিনি আরো জানান দিন দিন মুসলিম ছাত্র-ছাত্রী ইসলাম থেকে বেরিয়ে পড়ছে নামাজ থেকে বেরিয়ে পড়ছে। নামাজ মুসলমানদের হৃদয় প্রসারিত করে শান্ত রাখে। নামাজ আমাদের মুসলিম হিসেবে বাধ্যতামূলক পড়ার নিয়ম।তাই নামাজকে আমি বাধ্যতামূলক পড়ার নির্দেশ দিয়েছি এবং নির্দিষ্ট টাইম থেকে ১০ মিনিট বাড়িয়ে দিয়েছে যাতে নামাজ পড়ে টিফিন করে পুনরায় তারা ক্লাসে প্রবেশ করতে পারে। এতে করে সকল ছাত্র-ছাত্রীদের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে মন ও দিল নরম থাকবে একে অপরের প্রতি ভালোবাসা থাকবে খারাপ আচরণ ও অপকর্ম মাঝে থেকে তারা ফিরে আসবে। এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীদের বাড়িতে নামাজ পড়ার নির্দেশ দিয়েছি আমরা।
এমন উদ্যোগকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বাগতম জানিয়েছেন এবং সকল ছাত্র-ছাত্রীদের গার্ডিয়ানরাও স্বাগতম জানিয়েছেন।
এ মহৎ উদ্যোগ গ্রহণ করায় বেতাগী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিদ্যালয় প্রধান শিক্ষককে সাধুবাদ জানিয়েছেন।