শরিফুল ইসলাম নড়াইল।।
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া বাজারে সোমবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে সবজি ব্যবসায়ী আফসার মোল্যা (৪৫) ও ছেলে লিপু মোল্যা (২৫) কে প্রতিপক্ষরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে।
আহতদের উদ্বার করে প্রথমে কালিয়া হাসপাতালে পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রাম্য আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কলাবাড়িয়া গ্রামের আবেদ শেখ গ্রæপের সাথে মৃত কায়েম শিকদার গ্রæপের লোকজনের বিরোধ চলে আসছিল।
এ ঘটনার জের ধরে সোমবার বিকালে কলাবাড়িয়া গ্রামের আবেদ শেখের ছেলে শামীম শেখের নেতৃতে ১০/১২ জন মিলে কলাবাড়িয়া বাজারে আফসার মোল্যার কাঁচাবাজার দোকানে এসে অতর্কিত হামলা চালিয়ে চাপাতি দিয়ে এলোপাথাড়ি ভাবে বাবা ও ছেলে কে কুপিয়ে আহত করে।
এঘটনায় নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, হামলার ঘটনায় কলাবাড়িয়া বাজারে নড়াগাতী থানার ওসি তদন্তের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে